লামা-আলীকদম মাতামুহুরী নদীর ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শনে গিয়েছেন পানিসম্পদ মন্ত্রী আনিছুল ইসলাম মাহমুদ। শুক্রবার বেলা ১১টায় গাড়িযোগে তিনি লামায় পৌঁছান।
লামা উপজেলা আওয়ামী লীগ ও জাতীয় পার্টির উপজেলা নেতৃবৃন্দ এবং উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার খালেদ মাহমুদ লামা চকরিয়া রোডের ফাঁসিয়াখালী থেকে মন্ত্রীকে বরণ করেন।
এ সময় মন্ত্রীর সফরে যোগ দেয় চকরিয়া-পেকুয়া আসনের জাতীয় পার্টির এমপি মৌলভী ইলিয়াছ, লামা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল, লামা উপজেলা নির্বাহী অফিসার খালেদ মাহমুদ, বান্দরবান জেলা পরিষদ সদস্য জহিরুল ইসলাম, লামা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ মাহাবুবুর রহমান, লামা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাথোয়াই চিং মার্মা, লামা উপজেলা জাপা সভাপতি হাবিবুর রহমান, যুগ্ন সম্পাদক বিজয় কান্তি আইচ, মোস্তফা জামাল, সাংগঠনিক সম্পাদক ছাচিং প্রু মার্মা, মিন্টু কুমার সেন, যুব নেতা মো. তৈয়ব আলীসহ প্রমুখ।
উল্লেখ্য, মন্ত্রী লামা মাতামুহুরী নদীর ভাঙ্গন ও আলীকদম আর্মি ক্যাম্প সংলগ্ন মাতামুহুরী নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শনে করবেন। তাছাড়া মন্ত্রীর সৌজন্যে আলীকদম সেনা জোনে এক প্রীতিভোজের আয়োজন করা হয়েছে।
বিডি-প্রতিদিন/০৬ নভেম্বর, ২০১৫/মাহবুব