প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোনো ষড়যন্ত্র বা ধ্বংসাত্মক কর্মকাণ্ড বাংলাদেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে পারবে না।
বৃহস্পতিবার নেদারল্যান্ডসে তিন দিনের সরকারি সফরের শেষ দিন দ্য হেগের হোটেল কুর হাউসে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশ আর্থ-সামাজিক উন্নয়নের মাধ্যমে বিশ্ব দরবারে মাথা উচু করে দাঁড়াবে। কোনো ষড়যন্ত্র বা ধ্বংসাত্মক কর্মকাণ্ড বাংলাদেশের উন্নয়নের ধারাকে বাধাগ্রস্ত করতে পারবে না।
এসময় জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে সারা বিশ্বের নেতৃবৃন্দকে কাজ করার আহ্বান জানান শেখ হাসিনা। তিনি বলেন, বাংলাদেশে পেট্রলবোমা মেরে মানুষ পুড়িয়ে যারা জঙ্গিবাদকে ও মৌলবাদকে প্রশ্রয় দিয়েছিল তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
দেশের উন্নয়নে সব সময় কাজ করার অঙ্গীকার ব্যক্ত তিনি বলেন, বর্তমান সরকার নতুন নতুন উন্নয়ন প্রকল্প গ্রহণের মাধ্যমে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করার লক্ষে কাজ করে যাচ্ছে। অতীতেও যেমন ষড়যন্ত্র হয়েছে, তেমনি এখন ষড়যন্ত্রের মাধ্যমে এই দেশকে পিছিয়ে দিতে চায় ষড়যন্ত্রকারী। কিন্তু আমি নিজের জীবন উত্সর্গ করে দিয়ে হলেও বাংলাদেশের ভাগ্য উন্নয়নে কাজ করে যাব।
নেদারল্যান্ডস আওয়ামী লীগের সভাপতি জনাব মায়ীদ ফারুকের সভাপতিত্বে সাধারণ সম্পাদক জনাব মোস্তফা জামানের সঞ্চালনে বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদপ্রতিমন্ত্রী নজরুল ইসলাম বীর প্রতীক, সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি শ্রী অনিল দাশ গুপ্ত, সাধরণ সম্পাদক এম এ গনি , যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি জনাব সুলতান শরীফ, নেদারল্যান্ডস আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মুরাদ খান।
বিডি-প্রতিদিন/০৬ নভেম্বর, ২০১৫/মাহবুব