তিন দিনের নেদারল্যান্ডস সফরের পর শুক্রবার সন্ধ্যায় ঢাকা ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সন্ধ্যা পৌনে ছয়টার দিকে তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি ঢাকায় অবতরণ করে। মন্ত্রিসভার কয়েকজন সদস্য বিমানবন্দরে তাকে স্বাগত জানান।
এর আগে অ্যামাস্টারডাম থেকে ইত্তেহাদের একটি ফ্লাইটে আবুধাবি পৌঁছে সেখানে যাত্রাবিরতি করে দেশের উদ্দেশ্যে রওয়ানা দেন প্রধানমন্ত্রী।
বিডি-প্রতিদিন/ ০৬ নভেম্বর ১৫/ সালাহ উদ্দীন