শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, বরিশালসহ দক্ষিনাঞ্চল ছিল দেশের সব থেকে অবহেলিত। ঢাকাসহ দুই তিনটা শহর ছাড়া কোথাও কোন পাকা রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট ছিল না, কোন উন্নয়ন ছিল না। অবহেলিত দক্ষিনাঞ্চলে বিগত দুই মেয়াদে শেখ হাসিনার সরকার শিক্ষা বোর্ড ও বিশ্ববিদ্যালয় করেছে। বর্তমান মেয়াদে পদ্মা সেতু এবং পায়রা সমুদ্র বন্দরের কাজ শুরু করেছে। এই দুটি যেভাবে এগিয়ে চলছে, এভাবে যদি এগিয়ে যেতে পারে, তাহলে দক্ষিনাঞ্চল হবে দক্ষিন-পূর্ব এশিয়ার 'সিঙ্গাপুর'।
শুক্রবার বিকেলে বরিশাল নগরীর অশ্বিনী কুমার হলে ঢাকাস্থ বরিশাল জেলা সমিতির উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিল্পমন্ত্রী। অনুষ্ঠানে বিভাগের ৫৩জন মেধাবীকে বিভিন্ন অংকের বৃত্তি দেয়া হয় ঢাকাস্থ বরিশাল জেলা সমিতির পক্ষ থেকে।
সমিতির সভাপতি সরদার মো. মজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল সদর আসনের এমপি জেবুন্নেছা আফরোজ, বরিশাল-৩ আসনের এমপি অ্যাডভোকেট শেখ টিপু সুলতান এবং শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মু. জিয়াউল হক।
বিডি-প্রতিদিন/০৬ নভেম্বর ২০১৫/ এস আহমেদ