জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার ভাইভা আগামী ১৯ থেকে ২১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ অফিস থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, কলা ও মানবিক অনুষদের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগের ব্যবহারিক পরীক্ষা ও ভাইভা ১৯ থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন আরও জানায়, মেধা তালিকা ও অপেক্ষমাণ তালিকা সবার ভাইভা এক সময়েই হবে। ভাইভাতে উপস্থিত না থাকলে অকৃতকার্য হিসেবে গণ্য হবে। ভাইভা এবং ব্যবহারিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে ২৬ ডিসেম্বর। জানুয়ারির প্রথম সপ্তাহে ভর্তি শুরু হবে।
এ ছাড়া কোটা সম্পর্কিত নোটিশ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.juniv.edu/admission) এ পাওয়া যাবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিডি-প্রতিদিন/০৬ নভেম্বর ২০১৫/ এস আহমেদ