সদ্য সমাপ্ত নেদারল্যান্ডস সফর নিয়ে আগামীকাল রবিবার সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন বেলা সাড়ে ১১টায় গণভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
শনিবার প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ তথ্য নিশ্চিত করে বলেছেন, সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী নেদারল্যান্ডস সফরের নানা দিক তুলে ধরবেন।
প্রসঙ্গত, নেদারল্যান্ডস প্রধানমন্ত্রী মার্ক রুটের আমন্ত্রণে গত ৩ নভেম্বর সফরে যান প্রধানমন্ত্রী। এরপর তিন দিনের সফর শেষে শুক্রবার সন্ধ্যায় তিনি দেশে ফেরেন।
বিডি-প্রতিদিন/০৭ নভেম্বর, ২০১৫/মাহবুব