রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য রাশিয়ার সঙ্গে প্রায় ১১ বিলিয়ন ডলারের চুক্তি অনুস্বাক্ষর করেছে বাংলাদেশ। মঙ্গলবার দুপুরে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে রাশিয়ান ফেডারেশনের স্টেট অ্যাটমিক এনার্জি করপোরেশনের একটি প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ হয়।
প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন রাশিয়ান ফেডারেশনের স্টেট অ্যাটমিক এনার্জি করপোরেশন-রোসাটমের ডাইরেক্টর জেনারেল সেগেই কিরিয়েঙ্গে। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ বিষয়ে অবহিত করেন।
বিদ্যুৎকেন্দ্র নির্মাণ যথাসময়ে শেষ করার তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ভিশন-২০২১ বাস্তবায়নে সবার জন্য মানসম্পন্ন বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নির্মাণ সময়মতো হওয়া প্রয়োজন।
২০২১ সালে ২০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের মহাপরিকল্পনার অংশ হিসেবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত নেয় সরকার। পাবনা জেলার রূপপুরের এ বিদ্যুৎকেন্দ্র থেকে দুই ইউনিটে দুই হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।
এসময় উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমান, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মশিউর রহমান, গওহর রিজভী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদ, রাশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সাইফুল হক, বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সাজান্ডার এ নিকোলায়েভ।
বিডি-প্রতিদিন/ ১৫ ডিসেম্বর, ২০১৫/ রশিদা