বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় ইকো পার্কের কাছে মালবাহী একটি ট্রেনের বগি লাইচ্যুত হওয়ায় উত্তরবঙ্গের সাথে ঢাকার সরাসরি রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সোমবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। ট্রেনটি উদ্ধার না করা পর্যন্ত ট্রেন যোগাযোগ বন্ধ থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।
সিরাজগঞ্জ জিআরপি থানার উপ-পরিদর্শক হায়দার আলী জানান, সকালে পাথর আনলোড শেষে মালবাহী ট্রেনটি ঈশ্বরদীর দিকে যাবার পথে ইকোপার্কের কাছে লাইনচ্যুত হয়ে পড়ে। এতে ঢাকার সাথে উত্তরবঙ্গের সাথে ঢাকার রেলযোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাঈদ ইকবার জানান, ট্রেন উদ্ধারের জন্য ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন আসামাত্রই উদ্ধার কাজ শুরু হবে।
বিডি-প্রতিদিন/ ২০ জুন, ২০১৬/ আফরোজ