দেশে চলমান গুপ্তহত্যা অচিরেই বন্ধ হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বাণিজমন্ত্রী তোফায়েল আহমেদ। একই সঙ্গে দেশবিরোধী চক্রের ষড়যন্ত্র সফল হবে না বলেও তিনি দৃঢতার সঙ্গে আশ্বাস দেন।
আওয়ামী লীগের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার সকালে রাজধানীর ধানমণ্ডি ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন।
খালেদা জিয়া হতাশা থেকে দোষারোপ করছেন দাবি করে বাণিজ্যমন্ত্রী বলেন, খালেদা জিয়া হতাশ হয়ে আওয়ামী লীগের ওপর দোষ চাপাচ্ছেন। সরকার সন্ত্রাস, জঙ্গিবাদের বিষয়ে জিরো টলারেন্স। এগুলো নির্মূল করা হবে। অচিরেই গুপ্ত হত্যা বন্ধ হবে।
আওয়ামী লীগের ইতিহাস তুলে ধরে তিনি বলেন, আওয়ামী লীগের ইতিহাস সংগ্রামের ইতিহাস। আওয়ামী লীগের ইতিহাস অর্জনের ইতিহাস। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে, তখন দেশবিরোধী চক্র ষড়যন্ত্র শুরু করেছে। তাদের ষড়যন্ত্র সফল হবে না।
বিডি-প্রতিদিন/২৩ জুন, ২০১৬/মাহবুব