ঢাকা-চট্টগ্রাম রুটের নতুন ট্রেন 'সোনার বাংলা' উদ্বোধনের কারণে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে আগামী ২৫ জুন ঈদের অগ্রিম ট্রেন টিকিট বিক্রি বন্ধ থাকবে। ওই দিন বিক্রি হওয়ার কথা ৪ জুলাইয়ের টিকেট বিক্রি হবে পর দিন ২৬ জুন। রেলওয়ের মহাপরিচালক আমজাদ হোসেন একথা জানান।
তিনি বলেন, “২৫ জুন শনিবার সকাল সাড়ে ১১টায় কমলাপুর রেলওয়ে স্টেশনে সোনার বাংলা ট্রেনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ কারণে ওইদিন টিকেট বিক্রি বন্ধ থাকবে। ফলে টিকেট বিক্রি একদিন করে পিছিয়ে যাবে।”
অর্থাৎ ২৬ জুন পাওয়া যাবে ৪ জুলাইয়ের টিকেট, পরদিন ২৭ জুন মিলবে ৫ জুলাইয়ের ট্রেনের টিকেট।
আগের ঘোষণা অনুযায়ী, ঈদের আগে ২৬ জুন পর্যন্ত আগাম টিকেট বিক্রির কথা ছিল। এখন তা একদিন পিছিয়ে গেল।
রেল কর্মকর্তারা জানান, এবার ঈদ উপলক্ষে ১০ দিন আগে থেকে অগ্রিম টিকিট বিক্রি করা হচ্ছে। তাই এক দিন পেছানো হলেও টিকিট বিক্রিতে কোনো সমস্যা হবে না।
বিডি-প্রতিদিন/২৩ জুন, ২০১৬/মাহবুব