নতুন ট্রেন সার্ভিস 'সোনার বাংলা'র উদ্বোধন উপলক্ষে আগামী ২৫ জুন ঢাকার কমলাপুর রেল স্টেশনে ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি বন্ধ থাকবে। ওই দিন আগামী ৪ জুলাইয়ের ঈদের অগ্রিম টিকেট বিক্রির কথা ছিল। ২৫ জুনের পরিবর্তে ৪ জুলাই তারিখের অগ্রিম টিকেট বিক্রি হবে আগামী ২৬ জুন। আজ বৃহস্পতিবার সকালে এ কথা জানান বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক (ডিজি) আমজাদ হুসাইন।
তিনি বলেন, 'আগামী ২৫ জুন নতুন ট্রেন 'সোনার বাংলা' উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিন কমলাপুর রেল স্টেশন পরিদর্শন করবেন তিনি। ফলে ২৫ জুন ঈদের অগ্রিম টিকেট বিক্রি করা সম্ভব হবে না। তবে ৪ জুলাইয়ের টিকেট আগামী ২৬ জুন বিক্রি করা হবে। আর ৫ জুলাইয়ের টিকেট বিক্রি হবে আাগামী ২৭ জুন।
পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক। তিনি আরও বলেন, 'এবার ঈদ উপলক্ষে ১০ দিন আগে থেকে অগ্রিম টিকেট বিক্রি করা হচ্ছে। অগ্রিম টিকেট বিক্রি এক দিন পেছানো হলেও টিকিট বিক্রিতে তেমন কোনো সমস্যা হবে না।'
বিডি-প্রতিদিন/২৩ জুন ২০১৬/শরীফ