টাঙ্গাইলের বাসাইল উপজেলায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ও ১১ জন আহত হয়েছেন। মঙ্গলবার সকাল ৭টার দিকে উপজেলার করাতিপাড়া বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, দুর্ঘটনার পর ঘটনাস্থলেই ভ্যানচালক নিহত হন। হাসপাতালে নেওয়ার পর আরও দু'জনের মৃত্যু হয়। হতাহতদের নাম তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তবে তাদের বাড়ি গাইবান্ধা জেলায় হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির জানান, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা একটি কাভার্ডভ্যান ১৩ জন যাত্রী নিয়ে ঢাকার দিকে যাচ্ছিলো। ভ্যানটি টাঙ্গাইলের বাশাইল উপজেলার করাতিপাড়া বাইপাস এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক মারা যায়। পরে আহত অবস্থায় উদ্ধার করে ১৩ জনকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে আরও দু'জনের মৃত্যু হয়।
বিডি-প্রতিদিন/সালাহউদ্দিন/এস আহমেদ