বিগত বিএনপি জোট সরকারের আমলে একাত্তরের যুদ্ধাপরাধীদের যেসব সরকারি প্লট রাজউক দিয়েছিল, তার বরাদ্দ বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন।
বুধবার সচিবালয়ে রাজউকের ফ্ল্যাট গ্রহীতাদের জন্য স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের স্বল্পসুদ ঋণ চালুর চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
একাত্তরে যুদ্ধাপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী ও সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদের সরকারি প্লট ছিল বলে গণপূর্ত মন্ত্রণালয় থেকে জানা গেছে। গত ৫ মে নিজামী ও গত বছরের ২২ নভেম্বর মুজাহিদের ফাঁসি কার্যকর হয়।
মন্ত্রী বলেন, “কোন কোন যুদ্ধাপরাধী, কারও নাম বলব না, তারা ডেভেলপারকে দিয়েছে। ডেভেলপারের তো কোনো দোষ নেই। ডেভেলপারের অংশ ডেভেলপার নিয়ে নেবে, বাকি অংশ আমরা নিয়ে নেব।”
যাদের প্লটের বরাদ্দ বাতিল হয়েছে, সেই যুদ্ধাপরাধীদের নাম প্রকাশ করা হচ্ছে না কেন জানতে চাইলে হাসতে হাসতে মন্ত্রী বলেন, “যুদ্ধাপরাধী তো অনেকেই আছে। যাদের নামে আছে সবগুলো আমরা নিয়ে নিচ্ছি।”
বিডি-প্রতিদিন/১৩ জুলাই, ২০১৬/মাহবুব