দেশের চলমান পরিস্থিতি নিয়ে বুদ্ধিজীবী-সাংবাদিকসহ বিশিষ্টজনদের সঙ্গে মতবিনিময় করবেন বিএনপি চেযারপার্সন বেগম খালেদা জিয়া।
বৃহস্পতিবার রাতে গুলশানে বিএনপির চেয়ারপার্সনের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হবে বলে জানান খালেদা জিয়ার প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান।
এর আগে, আজ বুধবার রাতে প্রথমে ২০-দলীয় জোটের শীর্ষ নেতাদের সঙ্গে এবং পরে দলের স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করবেন খালেদা জিয়া। বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিএনপির করণীয় ঠিক করা হবে বলে বিএনপি সূত্রে জানা গেছে।
বিডি-প্রতিদিন/১৩ জুলাই, ২০১৬/মাহবুব