বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে চুরি যাওয়া দেড় কোটি ডলার ফিরিয়ে দিতে ফিলিপাইনের নিম্ন আদালত সম্মতি দিয়েছেন। দেশটির স্থানীয় সংবাদমাধ্যম ফিলস্টারের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়।
ফিলিপাইনের অ্যান্টি মানি লন্ডারিং কাউন্সিলের (এএমএলসি) নির্বাহী পরিচালক জুলিয়া বাক আবাদের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়, ফিলিপাইনের নিম্ন আদালত অর্থ ফেরতের সম্মতি দিয়েছে। এর ফলে বাংলাদেশ সরকার ১৫ দিনের মধ্যে ওই টাকার দাবি নিয়ে আদালতে গেলে এবং আদালত তাতে সম্মতি দিলে ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংকে রক্ষিত ওই অর্থ ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু করা যাবে।
গত ফেব্রুয়ারির শুরুতে সুইফট মেসেজিং সিস্টেমের মাধ্যমে ৩৫টি ভুয়া বার্তা পাঠিয়ে ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউ ইয়র্কে রক্ষিত বাংলাদেশের এক বিলিয়ন ডলার সরিয়ে ফেলার চেষ্টা হয়। এর মধ্যে পাঁচটি মেসেজে আট কোটি ১০ লাখ ডলার যায় ফিলিপাইনের একটি ব্যাংকে। আর শ্রীলঙ্কায় পাঠানো হয় ২০ লাখ ডলার।
বিডি-প্রতিদিন/ ২২ জুলাই ১৬/ সালাহ উদ্দীন