রাজবাড়ীর গোয়ালন্দে বজ্রপাতে লাল মিয়া (৪৫), আবু বকর শেখ (৪২) ও আবুল শাহ (৩৫) নামের তিন কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের নলডুবি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত লাল মিয়া গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের নলডুবি গ্রামের ওয়াজউদ্দিন মণ্ডলের ছেলে এবং আবু বকর একই গ্রামের জামাল শেখের ছেলে। অন্যদিকে আবুল শাহ টাঙ্গাইলের নাগরপুর উপজেলার কজিমকান্দা গ্রামের হেলাল শিকদারের ছেলে।
এলাবাসীরা জানায়, নলডুবি গ্রামের একটি মাঠে রাতে মাঠে কাজ শেষ করে বাড়ি ফিরছিলেন চার কৃষক। এ সময় হঠাৎ বৃষ্টি শুরু হলে তারা ওই মাঠের মধ্যে একটি শ্যালোমেশিন ঘরে আশ্রয় নেন। তখন ওই ঘরের ওপর বজ্রপাত হলে তারা চার কৃষক গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্য চিকিৎসক ৩ জনকে মৃত ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/১৭ আগস্ট, ২০১৬/মাহবুব