১৯৯৪ সালের আনসার বিদ্রোহের ঘটনায় চাকরিচ্যুত হওয়া ১৪৪৭ জন আনসার সদস্যকে চাকরিতে পুনর্বহাল রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
একই সঙ্গে যাদের চাকরির বয়স শেষ হয়ে গেছে তাদেরকে পেনশন সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে।
এ বিষয়ে পৃথক কয়েকটি রিট আবেদনের চূড়ান্ত শুনানি নিয়ে সোমবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি বদরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এদিন, আদালতে রিটকারীদের পক্ষে ছিলেন আইনজীবী সৈয়দ জাহাঙ্গীর হোসেন। তিনি বলেন, যাদের চাকরির বয়স শেষ হয়ে গেছে অথবা যারা চাকরি করতে অক্ষম, তাদেরকে পেনশন সুবিধা দিতে বলেছেন হাইকোর্ট।
বিডি-প্রতিদিন/১০ জুলাই, ২০১৭/মাহবুব