যশোরের বেনাপোল চেকপোস্টের ওপারে ভারতের পেট্রাপোল কাস্টমস তল্লাশী কেন্দ্রে আজ মঙ্গলবার সকালে ২০ পিস সোনার বারসহ এক বাংলাদেশি পাসপোর্ট যাত্রীকে আটক করেছে সে দেশের কাস্টমস কর্মকর্তারা। আটককৃত ব্যক্তির নাম আবু সালাম, বয়স ৪৭।
এ ব্যাপারে ৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল আরিফুল হক জানান, বেনাপোলের ওপারে ভারতের পেট্রাপোল কাস্টমস তল্লাশী কেন্দ্রে ২০ পিস সোনার বারসহ এক বাংলাদেশি পাসপোর্ট যাত্রীকে আটক করেছে সেদেশের কাস্টমস কর্মকর্তারা। সে বাংলাদেশ কাস্টম ও ইমিগ্রেশন পাসপোর্টের আনুষ্ঠানিকতা শেষে ভারতে প্রবেশের পর ভারতীয় কাস্টমস সন্দেহজনকভাবে তার ব্যাগ তল্লাশী করে ২০ পিস সোনার বারসহ তাকে আটক করে। বর্তমানে তাকে কাস্টমস হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান তিনি।
আবু সালাম মুন্সিগঞ্জ সদর থানার বালিগঞ্জ এলাকার আব্দুল হামিদের ছেলে।
বিডি-প্রতিদিন/১১ জুলাই, ২০১৭/ওয়াসিফ