শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, পাদুকা প্রস্তুতকারী সমিতির কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, দেশে সব ধরনের জুতার বার্ষিক চাহিদা ২৫ কোটি জোড়া। উৎপাদিত হচ্ছে ২০ কোটি জোড়া। চাহিদা ও উৎপাদনের পার্থক্য হলো পাঁচ কোটি জোড়া। অর্থাৎ বছরে জুতার ঘাটতি ৫ কোটি জোড়া। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে আজ বৈঠকের প্রশ্নোত্তর পর্বে এম এ লতিফের ( চট্টগ্রাম-১১) প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। শিল্পমন্ত্রী জানান, শিল্প মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন ৪৫টি মিল কারখানা আছে। এর মধ্যে চালু আছে ৩৬টি, নয়টি বন্ধ অবস্থায় আছে।
আলী আজমের (ভোলা-২) প্রশ্নের জবাবে আমির হোসেন আমু বলেন, দেশে এখন চিনির বার্ষিক চাহিদা ১৫ লাখ মেট্রিক টন। বাংলাদশে চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের ১৫টি চিনিকলে কমবেশি এক লাখ থেকে দেড় লাখ মেট্রিক টন চিনি উৎপাদিত হয়। চাহিদার অবশিষ্ট চিনি বেসরকারি সুগার রিফাইনারি কর্তৃক আমদানিকৃত র-সুগার থেকে উৎপাদিত রিফাইনড চিনি ও সাদা চিনি দিয়ে পূরণ করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার