কবি ও প্রাবন্ধিক ফরহাদ মজহারকে অপহরণ করা হয়নি দাবি করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক বলেছেন, তিনি স্বেচ্ছায় ঢাকা ছেড়েছেন।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর পুলিশ সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সাংবাদিকের এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, আমার ধারণা এবং পারিপার্শ্বিক অবস্থা দেখে মনে হচ্ছে এটা অপহরণ নাটক। সরকারকে বিভ্রান্ত করতেই এমন ঘটনা ঘটানো হয়েছে বলেও মনে করেন তিনি।
আইজিপি বলেন, ‘সেদিন পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থা ১৮ ঘণ্টা চেষ্টার পর ফরহাদ মজহারকে উদ্ধার করে। এই সময় তিনি মোবাইল ফোনে নিজের স্ত্রী ফরিদা আখতারের সঙ্গে ১০ বার ও তার ভক্ত অর্চনা রানীর সঙ্গে ছয়বার কথা বলেছেন।’
পুলিশ প্রধান বলেন, অর্চনা রানীর টানেই সেদিন ফরহাদ মজহার বাড়ি থেকে বের হয়েছিলেন বলে পুলিশ প্রাথমিকভাবে সন্দেহ করছে। কারণ হিসেবে তিনি বলেন, গত ৩ জুলাই সন্ধ্যা ৭টার কিছু সময় আগে ফরহাদ মজহার খুলনার একটি মার্কেটের দোকান থেকে অর্চনা রানীকে দুই দফায় ১৩ হাজার ও ২ হাজার করে মোট ১৫ হাজার টাকা রকেটের মাধ্যমে পাঠান।
বিডি-প্রতিদিন/১৩ জুলাই, ২০১৭/মাহবুব