রাজধানীর গুলশানের হলি আর্টিজানে হামলায় অস্ত্রের জোগানদাতা নব্য জেএমবির শূরা সদস্য সোহেল মাহফুজকে জিজ্ঞাসাবাদ করবে ভারতীয় গোয়েন্দা সংস্থা এনআইএ। আগামীকাল রবিবার কিংবা সোমবার এনআইএর তিন সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকায় আসবেন বলে জানা গেছে।
দুর্ধর্ষ জঙ্গি সোহেল মাহফুজ ভারতের খাগড়াগড়ে বিস্ফোরণ মামলারও আসামি। তাকে ধরিয়ে দিতে ভারতের পুলিশ ২০১৪ সালে ১০ লাখ রুপি পুরস্কার ঘোষণা করেছিল।
গত শুক্রবার দিবাগত ভোররাত ২টা ৪০ মিনিটে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থেকে তিন সহযোগীসহ গ্রেফতার করা হয় সোহেল মাহফুজকে। গত সোমবার তাকে সাত দিন রিমান্ডে নেওয়ার অনুমতি দেন ঢাকা মহানগর হাকিম এ এইচ এম তোয়াহা।
বিডি প্রতিদিন/১৫ জুলাই, ২০১৭/ফারজানা