আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের চৌরাবাড়ি এলাকায় ‘জঙ্গি আস্তানা’ থেকে ৪ জন আত্মসমর্পণ করেছে। আজ দুপুর সাড়ে ১২টার দিকে র্যাবের আহ্বানে সাড়া দিয়ে প্রথমে একজন বের হয়ে আসেন। পরে প্রথমজনের সহায়তায় আরও একজন বের হয়েছে। এর কিছুক্ষণ পর একে একে আরো ২ জন বের হন।
উল্লেখ্য, জঙ্গি আস্তানা সন্দেহে শনিবার দিবাগত রাত থেকে ওই বাড়িটি ঘিরে রাখে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নসহ (র্যাব) অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ওই বাড়ির ভেতর থেকে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ও বোমা ছোড়া হয়।
বিডি প্রতিদিন/১৬ জুলাই ২০১৭/হিমেল