রাজধানীর গুলশানের হোলি আর্টিজান বেকারিতে হামলার মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে জঙ্গি রাশেদ।
বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াছির আহসান চৌধুরী রাত ৯ টা পর্যন্ত আসামির এ জবানবন্দি রেকর্ড করেন।
এ বিষয়ে আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) মো. ফরিদ মিয়া বলেন, রাত ৯ টা ১০ মিনিট পর্যন্ত আসামি রাশেদের জবানবন্দি রেকর্ড করেন বিচারক। পরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এরআগে দুই দফায় ১১ দিনের রিমান্ড শেষে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের কাউন্টার টেররিজম বিভাগের পরিদর্শক হুমায়ূন কবির আসামিকে বৃহস্পতিবার সকাল ১০ টায় ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে। পরে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আসামির জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন।
মামলা সূত্রে জানা গেছে, গত বছরের ১ জুলাই রাতে গুলশানের হোলি আর্টিজান বেকারিতে হামলা চালায় জঙ্গিরা। এ হামলায় দেশি-বিদেশি ২০ নাগরিক নিহত হন। জঙ্গিদের হামলায় নিহত হন পুলিশের দুজন কর্মকর্তা। পরদিন সকালে সেনা নেতৃত্বে অভিযানের মধ্য দিয়ে জঙ্গিদের ১২ ঘণ্টার জিম্মি সংকটের অবসান হয়। ওই অভিযানে পাঁচ জঙ্গিসহ ছয়জন নিহত হয়। এ ঘটনায় গুলশান থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়।
বিডি প্রতিদিন/ ১০ আগস্ট, ২০১৭/ ই জাহান