রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমাবন্দরের মূল ভবনের তৃতীয় তলায় আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট আগুন নেভানোর চেষ্টা করছে। আগুন লাগায় সংশ্লিষ্ট ভবনের কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে।
জানা গেছে, বিমানবন্দরের মূল ভবনে বৈদ্যুতিক শটসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পাশের আরও দু'টি অফিস কক্ষে ছড়িয়ে পড়ে।
কর্তব্যরত কর্মকর্তারা আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়। পরে বিমানবন্দরের নিজস্ব ফায়ার ইউনিটের সঙ্গে যোগ দেয় ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট।
বিডি প্রতিদিন/১১ আগস্ট, ২০১৭/ফারজানা