ভিসা প্রার্থীরা সহজে যেন ভারতীয় ভিসা পান সেজন্য ব্রাহ্মণবাড়িয়া ও নোয়াখালীতে ভিসা সেন্টার খোলা হবে বলে জানিয়েছেন চট্টগ্রামে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার সোমনাথ হালদার।
ব্রাহ্মণবাড়িয়ায় শেকড়ের সন্ধানে নামক সংগঠনের উদ্যোগে স্থানীয় সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনে বৃহস্পতিবার রাতে সুধী সমাবেশে মতবিনিময়কালে এ কথা জানান তিনি।
সোমনাথ হালদার বলেন, ভারত ও বাংলাদেশের সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করতে এবং সম্পর্ক, যোগাযোগ, ব্যবসা বাণিজ্য প্রসারে নানা উদ্যোগ নেয়া হচ্ছে।
বিডি প্রতিদিন/১১ আগস্ট ২০১৭/এনায়েত করিম