রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে দেখা করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর চারদিকে আলোচনার মধ্যে সোমবার দুপুরে বঙ্গবভবনে গিয়ে রাষ্ট্রপতির সঙ্গে এ সাক্ষাৎ করেন।
জানা গেছে, বঙ্গভবনে প্রায় এক ঘণ্টা দুপুর একটার পর সেখান থেকে বের হয়ে আসেন ওবায়দুল কাদের। তবে রাষ্ট্রপতির সঙ্গে কী বিষয় নিয়ে কথা বলেছেন সে ব্যাপারে কিছু জানা যায়নি।
যদিও বঙ্গভবন থেকে বেরিয়ে ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, ষোড়শ সংশোধনী নিয়ে দলের অবস্থান মহামান্য রাষ্ট্রপতিকে জানাতে এসেছিলাম।
বিডি-প্রতিদিন/১৪ আগস্ট, ২০১৭/মাহবুব