অতি বর্ষণে উত্তরবঙ্গ, মধ্যাঞ্চল এবং সিলেট অঞ্চলসহ দেশের বিভিন্ন এলাকায় বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আওয়ামী লীগের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার তিনি এ আহ্বান জানান।
বিজ্ঞপ্তিতে দলীয় নেতাকর্মীেদের পাশাপাশি বন্যায় আক্রান্ত ও ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও শ্রেণিপেশার মানুষদের প্রতি আহ্বান জানান ওবায়দুল কাদের।
এ ছাড়া প্রাকৃতিক দুর্যোগ কবলিত এলাকায় নিজ নিজ সাংগঠনিক কমিটির উদ্যোগে বানভাসী মানুষের পাশে থেকে তাদের সার্বক্ষণিক খোঁজ-খবর নেয়া ও ত্রাণ তৎপরতা জোরদার করারও আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।
বিডি-প্রতিদিন/১৪ আগস্ট, ২০১৭/মাহবুব