রাজধানীর পান্থপথের স্কয়ার হাসপাতালের পাশে একটি ভবন জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রেখেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঘটনাস্থলে অবস্থান নিয়েছেন সোয়াটসহ বিভিন্ন বাহিনীর সদস্যরা।
মঙ্গলবার সকালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল সাংবাদিকদের এ কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঘিরে রাখা ওই ভবনে নাশকতার সরঞ্জাম থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সেখানে সোয়াটসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন