রাজধানীর পান্থপথে জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা একটি আবাসিক হোটেল থেকে গুলি ও বিস্ফোরণের শব্দ পাওয়া যাচ্ছে।
মঙ্গলবার ভোরে স্কয়ার হাসপাতালের কাছে হোটেল ওলিও ইন্টারন্যাশনাল নামের ওই হোটেলটি ঘিরে ফেলে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট ও সোয়াট সদস্যরা।
এরপর সকাল পৌনে ১০টার দিকে চারতলা ওই ভবনের দিক থেকে বিকট বিস্ফোরণ ও গুলির শব্দ পাওয়া যায়। এর পরপরই সামনের রাস্তা দিয়ে আহত অবস্থায় একজনকে নিয়ে যেতে দেখা যায়।
তেজগাঁও থানার ওসি জানান, ওই ব্যক্তি ব্যাংকের বুথে টাকা তুলতে যাচ্ছিলেন। বিস্ফোরণের ফলে ইটের টুকরো ছিটকে গিয়ে তার মাথায় লাগে।
হোটেল ওলিওর চার তলার রাস্তার দিকের অংশের দেয়াল ধসে পড়েছে। সেখানে সোয়াট সদস্যদের তৎপরতাও দেখা গেছে।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন