বঙ্গবন্ধুকে হত্যার ষড়যন্ত্রে রাঘব বোয়ালেরা জড়িত ছিল বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। এছাড়া, তদন্তে দুর্বলতার কারণেই জড়িতদের বিচারের মুখোমুখি করা যায়নি বলেও জানিয়েছেন তিনি।
আজ জাতীয় শোক দিবস উপলক্ষে সুপ্রিম কোর্ট আয়োজিত এক রক্তদান কর্মসূচির উদ্বোধনী পর্বে এ কথা বলেন প্রধান বিচারপতি।
এসময় তিনি বলেন, 'এই ষড়যন্ত্রের মধ্যে অনেক রাঘব বোয়াল জড়িত ছিল। কিন্তু তদন্তে দুর্বলতার জন্য তাদের বিচারের আওতায় আনা যায়নি। এটি ছিল একটি ফৌজদারি ষড়যন্ত্র।'
বিডি-প্রতিদিন/১৫ আগস্ট, ২০১৭/ওয়াসিফ