মানবতাবিরোধী অপরাধের মামলায় গাইবান্ধার সাবেক সাংসদ জামায়াত নেতা আবু সালেহ মুহাম্মদ আব্দুল আজিজ মিয়া (৬৫) ওরফে ঘোড়ামারা আজিজসহ ৬ আসামির বিরুদ্ধে যেকোনো দিন রায় ঘোষণা করা হবে।
উভয়পক্ষের দ্বিতীয় দফা যুক্তিতর্ক শুনানি শেষে সোমবার বিচারপতি শাহিনুর ইসলামের নেতৃত্বে পুনর্গঠিত ট্রাইব্যুনাল রায়ের জন্য মামলটি অপেক্ষমাণ (সিএভি) রাখে। ট্রাইব্যুনালের অপর দুই বিচারপতি হলেন আমির হোসেন ও আবু আহমেদ জমাদার।
মামলার অন্য পাঁচ আসামি হলেন মো. রুহুল আমিন ওরফে মঞ্জু, মো. আবদুল লতিফ, আবু মুসলিম মোহাম্মদ আলী, মো. নাজমুল হুদা ও মো. আবদুর রহিম মিঞা।
প্রসঙ্গত, যুদ্ধাপরাধের অভিযোগে ২০০৯ সালে মামলার পর আজিজসহ ওই ছয়জনের বিরুদ্ধে ২০১৫ সালের ২৭ ডিসেম্বর আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। একই বছরের ২৩ নভেম্বর প্রসিকিউশনের করা আবেদনের পরিপ্রেক্ষিতে ২৬ নভেম্বর তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল।
বিডি-প্রতিদিন/২৩ অক্টোবর, ২০১৭/মাহবুব