রোহিঙ্গা সংকট সমাধানে আলোচনা করতে তিনদিনের সফরে মিয়ানমারে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালসহ ১২ সদস্যের একটি প্রতিনিধি দল।
আজ সোমবার বেলা পৌনে একটায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে মিয়ানমারের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তারা।
সফরে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মন্ত্রণালয়ের দুই সচিব, পুলিশের মহাপরিদর্শক, বিজিবির মহাপরিচালক, কোস্টগার্ডের মহাপরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংস্থার মহাপরিচালকসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন।
সূত্র জানায়, তিনদিনের এই সফরে স্বরাষ্ট্রমন্ত্রী মিয়ানমারের স্টেট কাউন্সেলর অং সান সু চির সঙ্গে বৈঠক ছাড়াও দু'দেশের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকেও যোগ দেবেন।
বিডি-প্রতিদিন/২৩ অক্টোবর, ২০১৭/তাফসীর/মাহবুব