রোহিঙ্গাদের দেখতে ঢাকা থেকে কক্সবাজারে যাওয়ার পথে ফেনীতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলা হয়েছে।
শনিবার বিকালে ফেনীর দেবীপুর এলাকায় এ হামলার হয় বলে অভিযোগ করেন কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী। এতে গণমাধ্যম কর্মীদের বহন করা চারটি গাড়ি ভাঙচুর করা হয়।
এদিকে খালেদা জিয়া বিকাল ৫টা ১০ মিনিটে ফেনীর সার্কিট হাউজে যাত্রাবিরতিতে আসলে হাজার হাজার নেতা কর্মী শ্লোগানে শ্লোগানে সারা এলাকা মুখরিত করে তুলে। খালেদা জিয়া হাত নেড়ে তাদের শুভেচ্ছা জানান।
অন্যদিকে, খালেদা জিয়া ফেনী আসাকে কেন্দ্র করে জেলার দাগনভূঞা, সোনাগাজী ও বিসিক এলাকায় দলীয় নেতা কর্মীদের বাধা দেয়া হয়েছে বলে বিএনপি দাবী করেন। শহরের শহীদ শহীদ উল্যাহ কায়সার সড়কে ছাত্রদল একটি মিছিল বের করলে পিছন থেকে তাদের ধাওয়া করে বলে অভিযোগ পাওয়া যায়। সন্ধ্যা ৭টায় খালেদা জিয়া চট্রগ্রামের উদ্দেশ্যে ফেনী ত্যাগ করেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গাড়ি বহরে হামলাসহ নেতা কর্মীদের বাধা দেয়ার ঘটনায় তীব্র নিন্দা জানান।