বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চট্টগ্রাম আগমন উপলক্ষে স্বাগত জানাতে আসা নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। হামলায় কমপক্ষে ৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে সৈয়দ মঞ্জুর হোসেন (৪০), লাণ্টু (৩৩) এবং রানা (৩০) নামের তিন জনকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। নগরীর বায়েজিদ বোস্তামী থানার চা-বোর্ডের সামনে এ ঘটনা ঘটে।
বায়েজিদ থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, গলির ভেতর থেকে কয়েকজন যুবক এসে হামলা চালায় বলে জেনেছি। পরে একটি মিছিলও হয় সেখানে। তবে এটা কারা করেছে, তা জানা যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে কাউকে পাওয়া যায়নি। পরে শুনছি হামলায় তিনজন আহত হয়ে চমেক হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার