জনপ্রিয়তায় কাণ্ডজ্ঞান হারিয়ে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার গাড়িবহরে হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি।
কক্সবাজার যাওয়ার পথে শনিবার বিকালে ফেনীতে খালেদা জিয়ার গাড়িবহরে হামলার পর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কথা বলেন।
একই সঙ্গে এই হামলার প্রতিবাদ, নিন্দা ও ধিক্কার জানিয়েছে প্রশাসনের প্রতি বেগম জিয়ার নিরাপত্তা নিশ্চিতের অনুরোধ জানিয়েছেন বিএনপির এই মুখপাত্র।
সফরের আগামী দিনগুলোতে আপনারা বেগম জিয়ার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন কিনা- এমন প্রশ্নের জবাবে রিজভী বলেন, অস্ত্রশস্ত্র নিয়ে যে আক্রমণ নিশ্চয়ই এতে আমাদের উদ্বিগ্নতা বাড়ছে।
আরেক প্রশ্নের জবাবে বিএনপির এই মুখপাত্র বলেন, এখনও গন্তব্যস্থলে না পৌঁছানোয় আহত ও গ্রেফতারের খবর আগামীকাল জানাবো।
বিডি-প্রতিদিন/২৮ অক্টোবর, ২০১৭/মাহবুব