হামলাকারীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চিহ্নিতরাই খালেদা জিয়ার গাড়িবহরে হামলা চালিয়েছে। সাংবাদিকরাও তাদের হামলা থেকে রেহাই পায়নি। রবিবার সকালে চট্টগ্রামে বিভ্ন্নি হোটেলে আহত সাংবাদিকদের দেখতে গিয়ে তিনি এ কথা বলেন।
এসময় তিনি আরও বলেন, আশা করছি সরকার তাদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় এনে আন্তরিকতার পরিচয় দেবে।
বিডি প্রতিদিন/২৯ অক্টোবর ২০১৭/হিমেল