রোহিঙ্গাদের দেখতে ঢাকা থেকে কক্সাবাজার যাওয়ার পথে ফেনীতে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার ঘটনায় মামলা হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাতে পুলিশ বাদি হয়ে মামলাটি করেছে বলে জানিয়েছেন ফেনী মডেল থানার পরিদর্শক (ওসি) রাশেদ খান চৌধুরী।
তিনি জানান, অজ্ঞাত ২০/২৫ জনকে আসামি করে মঙ্গলবার রাতে পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করে।
এর আগে, গত শনিবার কক্সবাজার যাওয়ার পথে ফেনীর লালপুল ও ফতেহপুরে খালেদা জিয়ার গাড়িবহরে সাংবাদিকদের গাড়িতে হামলা করে অজ্ঞাত দুর্বৃত্তরা। এতে কয়েকজন সাংবাদিক আহত এবং গণমাধ্যমের কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।
বিডি-প্রতিদিন/০১ নভেম্বর, ২০১৭/মাহবুব