সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে চলতি মাসেই আবেদন দাখিল করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।
শনিবার সুপ্রিমকোর্টে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।
বেলা পৌনে ১২টার দিকে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে আসেন আইনমন্ত্রী। দুপুর ২টার পরে সেখানে বৈঠক শেষে বের হয়ে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমরা রায় পর্যালোচনা করেছি। পুরো রায়ই বাতিল চেয়ে রিভিউয়ের আবেদন জানাবো’।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, আমরা বসেছিলাম গ্রাউন্ডগুলো নিয়ে আলাপ-আলোচনা করার জন্য। আমরা গ্রাউন্ডগুলো ফাইনালাইজ করেছি। এখন দাখিল করার জন্য প্রস্তুতি নিচ্ছি। এ মাসের মধ্যেই রিভিউ পিটিশন দাখিল করা হবে।
বৈঠকে দুই অতিরিক্ত এটর্নি জেনারেল মুরাদ রেজা ও মমতাজ উদ্দিন ফকিরসহ রিভিউ আবেদন তৈরিতে সংশ্লিষ্ট আইন কর্মকর্তারাও অংশ নেন।
এসময় অন্যদের মধ্যে ছিলেন-ডেপুটি এটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু, একরামুল হক টুটুল, অমিত তালুকদার, বিশ্বজিৎ দেবনাথ, খন্দকার দিলীরুজ্জামান, মাসুদ হাসান চৌধুরী, সরদার রাশেদ জাহাঙ্গীর ও সহকারী অ্যাটর্নি জেনারেল বশির আহমেদ।
সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলে ৭৯৯ পৃষ্ঠার আপিল বিভাগের চূড়ান্ত রায় পর্যালোচনা ও রিভিউ করতে অ্যাটর্নি জেনারেলের নেতৃত্বে ১১ সদস্যের একটি কমিটি কাজ করছে। এ কমিটি রায়টি পর্যালোচনা করে রিভিউ আবেদন তৈরির কাজ করছেন।
বিডি প্রতিদিন/০৪ নভেম্বর ২০১৭/এনায়েত করিম