স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, আমরা রোহিঙ্গাদের জন্য এত কিছু করলাম। খালেদা জিয়া বলেন আমরা নাকি কিছুই করিনি। উনি একজন রাজনৈতিকভাবে অন্ধ নেত্রী। তার রাজনৈতিক অন্ধত্বের চিকিৎসা দরকার।
রবিবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের সঙ্গে স্বাস্থ্যসেবার মান্নোন্নয়ন সংক্রান্ত আলোচনা সভায় মন্ত্রী এসব কথা বলেন।
এসময় মন্ত্রী বলেন, খালেদা জিয়া ১৫ মিনিটে সব করেছেন! তিনি লাগাতার মিথ্যা বলে গেছেন। তার রাজনৈতিক অন্ধত্বের চিকিৎসা দরকার।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, গত আগস্টের শেষ সপ্তাহ থেকে মিয়ানমারে মানবতাবিরোধী নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে আসতে বাধ্য হয়েছে। প্রাণের ভয়ে লাখো মানুষ কক্সবাজারে আশ্রয় নিয়েছে। আমাদের খাবার দিতে হচ্ছে। চিকিৎসা দিতে হচ্ছে। আট লাখ কলেরা ভ্যাকসিন দিয়েছি আমরা। এখনও দিচ্ছি। চমেক হাসপাতালে অনেক রোহিঙ্গার অপারেশন হয়েছে রোহিঙ্গাদের। তারা জন্মনিয়ন্ত্রণ কী জানে না।
মোহাম্মদ নাসিম বলেন, আমরা অবশ্যই রোহিঙ্গাদের ফেরত পাঠাতে পারব। সুচি সরকারকে তাদের ফেরত নিয়ে পুনর্বাসন করতে হবে।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. আজিজুর রহমান সিদ্দিকী। রোহিঙ্গাদের স্বাস্থ্যসেবা কার্যক্রম তুলে ধরেন ডা. এএম মুজিবুল হক তথ্যচিত্র উপস্থাপন করেন।
আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ ইসমাইল, ডা. আবুল কাসেম, হাবিবুর রহমান, চমেক হাসপাতাল পরিচালক বি. জেনারেল মো. জালাল উদ্দিন, বিএমএ চট্টগ্রাম সভাপতি ডা. মুজিবুল হক খান প্রমুখ।
বিডি-প্রতিদিন/ ০৫ নভেম্বর, ২০১৭/ ওয়াসিফ