রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাষ্ট্র শান্তিপূর্ণ সমাধান চায় বলে জানিয়েছেন ঢাকা সফররত মার্কিন আন্ডার সেকেন্ডারি (রাজনীতি বিষয়ক) টমাস শ্যানন। তিনি বলেছেন, মিয়ানমারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নয়, যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে দীর্ঘদিনের এ সমস্যার সমাধান করা।
রবিবার বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অংশীদারত্ব সংলাপ শেষে তিনি সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন।
সংলাপ শেষে পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক বলেন, সংলাপে রোহিঙ্গা সমস্যা নিয়ে আমাদের ফলপ্রসূ আলোচনা হয়েছে।
এর আগে, রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক মূল্যায়ন সংক্রান্ত কর্মকর্তা পর্যায়ের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ এ সংলাপ ষষ্ঠবারের মতো অনুষ্ঠিত হলো। এতে রোহিঙ্গা সংকট ছাড়াও বাণিজ্য, প্রযুক্তি এবং তথ্য বিনিময় সংক্রান্ত নানা বিষয়, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ দমনসহ বৈশ্বিক ও আঞ্চলিক নিরাপত্তা প্রসঙ্গে আলোচনা হয়।
বিডি-প্রতিদিন/০৫ নভেম্বর, ২০১৭/মাহবুব