বিজ্ঞানমনস্ক লেখক ও মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা অভিজিৎ রায় হত্যায় অভিযুক্ত আসামি আবু সিদ্দিক সোহেলকে গ্রেফতার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। রবিবার দিবাগত রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ দাবি করে বলেছে, অভিজিৎ রায়কে হত্যায় সরাসরি অংশ নেয় সোহেল। সে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের (আগের নাম আনসারুল্লাহ বাংলা টিম) সক্রিয় সদস্য।
২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি রাতে বইমেলা থেকে বের হওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন এলাকায় অভিজিৎ রায়কে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে দুর্বৃৃত্তরা। এ সময় অভিজিতের স্ত্রী বন্যাকেও কুপিয়ে গুরুতর আহত করা হয়। ঘটনার পর অভিজিতের বাবা অধ্যাপক অজয় রায় বাদী হয়ে ২৭ ফেব্রুয়ারি শাহবাগ থানায় মামলা দায়ের করেন।
পরে ঘটনাস্থলে থাকা সিসিটিভির ফুটেজ থেকে অভিজিৎ রায়ের সন্দেহভাজন খুনিদের ভিডিও প্রকাশ করে তাদেরকে গ্রেফতারে নগরবাসীর সহায়তা চায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
২০১৭ সালের জানুয়ারিতে পুলিশ জানায়, মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা ও বিজ্ঞানমনস্ক লেখক অভিজিৎ রায়ের সব হত্যাকারীকে চিহ্নিত করা হয়েছে।
বিডি প্রতিদিন/০৬ নভেম্বর ২০১৭/এনায়েত করিম