আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি সাংগঠনিকভাবে যত দুর্বলই হোক না জনসমর্থনে তাদেরকে দুর্বল ভাবা ঠিক হবে না। তাদেরকে শক্তিশালী প্রতিপক্ষই ভাবতে হবে। কেননা জিতে গেছি ভেবে ১৯৯১ সালে গো-হারা হেরেছিলাম। মনে রাখতে হবে, আওয়ামী লীগের বিরোধী সব শক্তি ধানের শীষেই ভোট দেবে।
সোমবার বেলা ১২টায় কক্সবাজার জেলা আওয়ামী লীগের সদস্য সংগ্রহ ও নবায়ন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
নতুন সদস্য সংগ্রহের তাগিদ দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আমাদের মূল ফোকাস হচ্ছে তরুণ ভোটার ও নারীরা। এরাই আওয়ামী লীগের বিজয়ের হাতিয়ার হবে। যাদের বয়স ১৮ বছর, যারা তরুণ তাদেরকে সদস্য করাই আমাদের টার্গেট। আগামী নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করবে তারাই। সদস্য সংগ্রহ স্টোররুমের মধ্যে ফেলে রাখবেন না। যারা চাইবে তাদের অবশ্যই সদস্য করতে হবে। কেউ নিজে থেকে আসবে না। তাই আমাদেরকেই এসব নতুন সদস্যের কাছে যেতে হবে।
অ্যাডভোকেট সিরাজুম মোস্তফার সভাপতিত্বে এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান প্রমুখ।
বিডি প্রতিদিন/০৬ নভেম্বর ২০১৭/এনায়েত করিম