সিলেটের কানাইঘাটে পাথর উত্তোলন করতে গিয়ে মাটি চাপা পড়ে পাঁচ কিশোরসহ ৬ জন নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে কানাইঘাট উপজেলার লোভা নদীর তীরবর্তী মোলাগুল বাংলাটিলায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
নিহতরা হলো কানাইঘাট উপজেলার চান্দালা বাংলাটিলা গ্রামের ইউনূস মিয়ার ছেলে জাকির (১৬), আলমাছ মিয়ার ছেলে নাহিদ (১৩) ও শাকিল (১২), মোছাব্বির মিয়ার ছেলে মারুফ (১৩), জন মিয়ার ছেলে আবদুল কাদির (১৩) ও একই গ্রামের সুন্দর আলী (৩৫)। এদের মধ্যে পাঁচ কিশোর স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী বলে জানিয়েছে পুলিশ।
সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আলম সরকার জানান, কানাইঘাটের ডাউকেরগুল নেছারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসায় ওয়াজ মাহফিল চলছিল। ওয়াজ উপলক্ষে বসা হাটে কেনাকাটা করার জন্য ওই কিশোররা বাংলাটিলায় নদীর তীর থেকে পাথর তুলতে যায়। এসময় নদীর তীরের টিলা ধসে পড়ে তারা চাপা পড়ে। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় তাদের লাশ উদ্ধার করা হয়।
ওই পুলিশ কর্মকর্তা আরও জানান, যে স্থানে দুর্ঘটনা ঘটেছে সেটি পাথর কোয়ারি নয়। নিহতরা চুরি করে নদীর তীরের টিলা কেটে পাথর উত্তোলন করতে গিয়েছিল। এসময় দুর্ঘটনার শিকার হয়ে মৃত্যুবরণ করে তারা।
এদিকে, অবৈধভাবে পাথর উত্তোলনের সময় মাটি চাপায় ৬ জনের প্রাণহানীর ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সৈয়দ আমিনুর রহমানকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য দুইসদস্য হচ্ছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আবদুল্লাহ ও ডেপুটি রেভিনিউ কালেক্টরেট কাজী আরিফুর রহমান। তিনদিনের মধ্যে ওই কমিটিকে প্রতিবেদন দাখিলেরও নির্দেশ দেয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/০৭ নভেম্বর, ২০১৭/সালাহউদ্দিন/মাহবুব