রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আগামী ১২ নভেম্বর অনুষ্ঠিতব্য বিএনপির সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
বুধবার দুপুরে নয়াপল্টনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সমাবেশ শান্তিপূর্ণ হবে জানিয়ে তিনি বলেন, ''এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এখন পর্যন্ত আমরা সমাবেশের অনুমতি পাইনি। তবে আমরা আশা করছি, ১২ তারিখের জনসভার অনুমতি যথা সময়ে দেয়া হবে।''
জনসমাবেশ সফল করতে সরকারের সর্বাত্মক সহযোগিতা চেয়ে বিএনপি মহাসচিব বলেন, সব সময় তারা (আওয়ামী লীগ) বলে, রাজনৈতিক কর্মসূচিতে তারা বাধা দেন না। তারা মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করেন। আশা করি তারা শান্তিপূর্ণ এ সমাবেশের অনুমতি দেবেন।
এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপি নেতা শামসুজ্জামান দুদু, আমান উল্লাহ আমান, খায়রুল কবির খোকন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/০৮ নভেম্বর, ২০১৭/মাহবুব