বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সভা-সমাবেশ করা রাজনৈতিক দলের গণতান্ত্রিক অধিকার, আওয়ামী লীগের দেয়া দয়া নয়। শুক্রবার সকালে শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে রাজধানীর নূর হোসেন চত্বরে শ্রদ্ধা জানাতে গিয়ে এ কথা বলেন তিনি।
গণতন্ত্র আজ অবরুদ্ধ উল্লেখ করে রিজভী বলেন, সব রাজনৈতিক দলেরই সভা-সমাবেশ করার অধিকার রয়েছে। সমাবেশ করা বিএনপির গণতান্ত্রিক অধিকার, অনুমতি দেওয়া আওয়ামী লীগের দয়া নয়।
এদিকে এদিন সকালে নূর হোসেন চত্বরে শ্রদ্ধা জানাতে এসে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ গণতন্ত্র চর্চা করে বলেই বিএনপিকে সমাবেশ করার অনুমতি দিয়েছে। আগামী জাতীয় নির্বাচনে বিএনপিকে সাথে নিয়ে অংশ নিতে চায় আওয়ামী লীগ।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের এ বক্তব্যের জবাবে রিজভী এ কথা বলেন।
১৯৮৭ সালের এই দিনে তৎকালীন রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের স্বৈরশাসনের বিরুদ্ধে আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নূর হোসেন নিহত হন। নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করছে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন।
বিডি-প্রতিদিন/ ১০ নভেম্বর, ২০১৭/ ওয়াসিফ