গাজীপুর সিটি করপোরেশন (গাসিক) নির্বাচনের নতুন তারিখ নির্ধারণে আগামী রবিবার বৈঠকে বসবে নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ আজ সাংবাদিকদের এতথ্য জানান।
হাইকোর্টের আদেশে ২৮ জুনের মধ্যে নির্বাচন সম্পন্ন করার লক্ষেই এ বৈঠক অনুষ্ঠিত হবে।
এর আগে আজ সকালে হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশ তুলে দিয়ে আইন অনুসারে আগামী ২৮ জুনের মধ্যে গাজীপুর সিটি করপোরেশন (গাসিক) নির্বাচন অনুষ্ঠান করতে নির্দেশ দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতির নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন