মহাকাশে আজই উড়বে দেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু-১। তবে বাড়ল অপেক্ষার প্রহর। স্যাটেলাইট উৎক্ষেপণের নির্ধারিত সময় ছিল যুক্তরাষ্ট্র সময় ৪টা ১২ মিনিট (বাংলাদেশ সময় বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ১২ মিনিট)।
নির্ধারিত সময়ের পরির্বতে আবহাওয়াগত কারণে স্থানীয় সময় ৫টা ৪৭ মিনিটে (বাংলাদেশ সময় বৃহস্পতিবার দিবাগত রাত ৩টা ৪৭ মিনিট) স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হবে।
মুঠোফোনে ফ্লোরিডা থেকে খরবটি নিশ্চিত করেছেন সাংবাদিক শামিম আল-আমিন।
উৎক্ষেপণ অনুষ্ঠান যুক্তরাষ্ট্র থেকে বিটিভি সরাসরি সম্প্রচার করবে।
উল্লেখ্য, গত ৪ মে ফ্লোরিডার কেপ কেনেডি স্পেস সেন্টারে নতুন এই রকেটের পরীক্ষামূলক উৎক্ষেপণ সম্পন্ন হয়েছে। গত বছরের ১৬ ডিসেম্বর বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের কথা থাকলেও ফ্লোরিডায় 'ইরমা' ঝড় এবং প্রতিকূল আবহাওয়াজনিত কারণে কয়েক দফা পিছিয়ে নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে ১০ মে।
বিডি প্রতিদিন/১১ মে ২০১৮/আরাফাত