কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের সংসদ সদস্য, সাবেক মন্ত্রী ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য একেএম মাঈদুল ইসলাম ইন্তেকাল করেছেন।
বৃহস্পতিবার দিবাগত রাত ১১টা ৪০ মিনিটে ইউনাইটেড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তিনি অসুস্থ হয়ে গত ১৭ এপ্রিল থেকে ইউনাইটেড হাসপাতালের নিবির পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন তার ভাই সফিকুল ইসলাম দারা।
বিডি প্রতিদিন/১১ মে ২০১৮/আরাফাত