সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জ্ঞাপনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হয়েছে ভাষা সংগ্রামী, সাহিত্যিক ও জাতীয় অধ্যাপক মুস্তাফা নূরউল ইসলামের মরদেহ। শুক্রবার বেলা ১১টার দিকে সেখানে তার মরদেহটি নেওয়া হয়। এরপরই শ্রদ্ধা জানানো শুরু হয়।
শ্রদ্ধাজ্ঞাপন শেষে তাঁর মরদেহ মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।
এর আগে, বুধবার রাত সাড়ে ৯টার দিকে নিজ বাসায় বার্ধক্যজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন খ্যাতিমান সাহিত্যিক ও জাতীয় অধ্যাপক মুস্তাফা নূরউল ইসলাম।
উল্লেখ্য, ১৯২৭ সালের ১লা মে, বগুড়া, মহাস্থানগড় সংলগ্ন গ্রাম চিঙ্গাশপুরে জন্মগ্রহণ করেন মুস্তাফা নূরউল ইসলাম। সাহিত্য ও শিল্পকলায় অসাধারণ অবদানের জন্য ২০১০ সালে বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার স্বাধীনতা পুরস্কার প্রদান করা হয় তাকে। এ ছাড়াও তিনি একুশে পদকও লাভ করেছেন।
বিডি প্রতিদিন/ ১১ মে ২০১৮/ ওয়াসিফ