বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেছেন, গাজীপুর সিটি কর্পোরেশন রাজধানীর কাছাকাছি হওয়ায় সারা বিশ্বের ও সাংবাদিকদের নজরদারির মধ্যে থাকবে এবং নির্বাচনে ভোট কারচুপি করেও জিততে পারবেনা এ আশঙ্কায় আওয়ামী লীগ পিছুটান দিচ্ছে। অন্যদিকে খুলনায় ভোট জালিয়াতি ও কেন্দ্র দখল করে করে জয়ী হওয়ার ষড়যন্ত্র করছে। বাড়িতে গিয়ে নির্বাচনী এজেন্টদের ধমক দিচ্ছে তারা দায়িত্ব পালন করলে তাদের বিরুদ্ধে মামলা দেয়া হবে। এতে প্রমাণ করে নির্বাচন কমিশন ও সরকারের অধীনে বাংলাদেশে কোনও অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবেনা।
শনিবার তার নির্বাচনী এলাকা নোয়াখালীর কোম্পানীগঞ্জে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় কালে এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভপিতি আব্দুল হাই সেলিম, উপজেলা যুবদলের সভাপতি আব্দুল মতিন লিটন, বসুরহাট পৌর বিএনপির সভাপতি মাহমুদুর রহমান রিপনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বিডি-প্রতিদিন/ ই-জাহান